অশনাক্তকৃত ৬ মৃতদেহ ও একটি দেহাবশেষ উদ্ধার

এবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত অশনাক্তকৃত ৬টি মৃতদেহ এবং একটি পুড়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গেছে। আজ বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত অশনাক্তকৃত ৬টি মৃতদেহ এবং একটি পুড়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গেছে। সিআইডিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিএনএ স্যাম্পল দেওয়া হয়েছে। ডিএনএ প্রোফাইলিং করা হবে। যারা নিখোঁজ, তাদের পরিবার যোগাযোগ করলে খুব দ্রুতই পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ সাতজনের বাইরে অন্য কারো তথ্য স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের থেকে জানা যায়নি। সবশেষ তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ১৬৫ জন। আহতদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য