অগ্রণী ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের পরিচালকগণের অংশগ্রহণে অ্যান্টি মানি লন্ডারিং এবং কমব্যাটিং দি ফাইন্যান্সিং অফ টেররিজম (এএমএল এন্ড সিএফটি ) বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আয়োজনে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই সচেতনতামূলক কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফ্র আহমেদ, মো. রিজওয়ানুল হুদা এবং মো. সাঈদ কুতুব, অগ্রণী ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন খাঁন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মো. মোস্তাকুর রহমানসহ অগ্রণী ব্যাংকের উর্ধ্বতন নির্বাহীগণ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য