প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

মাইলষ্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আজ সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি

২২ জুলাই ২০২৫, ১১:৫৩:০৯

সংগৃহীত

এবার রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুলের একটি ভবনের বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

গতকাল সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই তথ্য জানান।

রিজভী জানান, আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামীকাল ২২ জুলাই মঙ্গলবার নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়াও রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে দলের উদ্যোগে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিছে তলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য