বুধবার ২৩ জুলাই, ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ণ
 

স্টেট ইউনিভার্সিটিতে ‘গণঅভ্যুত্থান ২০২৪’ স্মরণসভা ও দোয়া মাহফিল

২১ জুলাই, ২০২৫ ৬:৫৬:০৫
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে রোববার (২০ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সপ্তাহব্যাপী আয়োজিত হলো ‘গণঅভ্যুত্থান ২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মাহামুদুর রহমান সৈকতের পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, ট্রেজারার অধ্যাপক ড. হাসান কাউসার এবং রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সেই মুহূর্তগুলোর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তাঁদের সংগ্রাম, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের দায়বদ্ধতার কথা।

অনুষ্ঠানে “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান যে স্বপ্ন আমাদের দেখিয়েছে, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়নি”—এই প্রস্তাবনার পক্ষে ও বিপক্ষে একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা যুক্তিনির্ভর ও আবেগঘন উপস্থাপনার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রচিন্তার নানা দিক তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন। বক্তারা শহীদদের স্মৃতিকে চিরজাগরুক রাখতে এবং শিক্ষার্থীদের দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই আয়োজনটি সম্পূর্ণভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, যাঁদের মধ্যে অনেকেই সরাসরি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD