জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

২০ জুলাই ২০২৫, ৭:৪৪:৫৪

ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল আলম।

সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে সিলেট বিভাগের এরিয়া প্রধানগণ ও অন্যান্য নির্বাহীবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান ঋণ দেওয়ার আগে গ্রাহকের ঋণ পরিশোধের মানসিকতা আছে কি-না, তা দেখে ভাল গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করার নির্দেশনা দেন।

এছাড়া গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে না পাঠিয়ে, যেখানকার আমানত সেখানেই বিনিয়োগ করার পরামর্শ দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য