হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

চিকিৎসা শেষে হাসপাতালে ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে হাসপাতাল থেকে হেঁটে বের হন তিনি।
এ সময় জামায়াত আমির বলেন, যারা অসুস্থতার জন্য উদ্বেগ জানিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। জাতির জন্য মনের কথাগুলো আল্লাহর ইচ্ছায় পুরো বলতে পারিনি। আমাকে দিয়ে দেশ যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। লড়াইয়ের মাধ্যমে দুর্নীতি বিতাড়িত করতে হবে। এটা সকল দলের জন্য প্রয়োজন। দেশ দুর্নীতিমুক্ত না হলে কোনো কিছুই সঠিকভাবে সম্ভব হবে না।
এর আগে, জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এরপর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াত আমির ভালো আছেন। গরমের কারণে ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়েন। তিনি এখন ভালো আছেন। তেমন কোনো উল্লেখযোগ্য সমস্যা নেই। চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।
বিশাল সমাবেশে বড় ধরনের কোনও অঘটন ঘটেনি উল্লেখ করে তিনি আরও জানান, প্রোগ্রাম স্থগিত করার উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমির সাহেব তা চাননি।
উল্লেখ্য, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। দুই দফায় অসুস্থ হয়ে পড়ে গিয়ে শেষ পর্যন্ত মঞ্চ বসে বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষে ডা. শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে নেওয়া হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য