বৃহস্পতিবার ২৪ জুলাই, ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ণ
 

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি স্কিলস’ সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর

১৭ জুলাই, ২০২৫ ১১:৫৭:৩৪
ছবি: সংগৃহীত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং লিড ন্যাশন অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি স্কিলস’ শীর্ষক এক ইনট্রোডাক্টরি সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।

গত সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ সেমিনার। শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে এবং শিল্প-সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, লিড ন্যাশন একাডেমির সিইও মীর হাসিব মাহমুদ এবং রূপায়ণ গ্রুপের রিক্রুটমেন্ট হেড মো. লাবিব হোসেন। এ ছাড়াও সিএসই বিভাগের শিক্ষকমণ্ডলী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সেমিনারে অংশ নেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চালডাল পিএলসি লিমিটেড-এর কো-ফাউন্ডার আশরাফ জিয়া। তিনি শিল্প খাতের বর্তমান চাহিদা এবং শিক্ষার্থীদের কোন ধরনের দক্ষতা অর্জন করা উচিত সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘শিক্ষার্থীদেরকে শুধু একাডেমিক জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তাদের শিল্প-সম্পর্কিত দক্ষতা অর্জন করা অপরিহার্য। এই সেমিনার এবং লিড ন্যাশন একাডেমির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণের সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনে সফল হতে সাহায্য করবে।’

সেমিনারের প্রথম পর্বে স্বাগত বক্তব্যে সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তার ক্যারিয়ার গঠনে সফট স্কিল ও যোগাযোগ দক্ষতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব এবং সমস্যা সমাধানের মতো সফট স্কিলগুলো কর্মক্ষেত্রে সাফল্যের জন্য অত্যন্ত জরুরি। আমাদের শিক্ষার্থীরা যেন এসব বিষয়ে পারদর্শী হতে পারে, সেদিকে আমরা সর্বদা সচেষ্ট।’

সেমিনারের দ্বিতীয় পর্বে লিড ন্যাশন একাডেমি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের ফলে শিক্ষার্থীরা লিড ন্যাশন একাডেমির মাধ্যমে বিভিন্ন শিল্প-সম্পর্কিত প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে, যা তাদের কর্মজীবনের জন্য আরও উপযোগী করে তুলবে।

স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার এবং জীবনের লক্ষ্য নিয়ে অতিথিদের বিভিন্ন প্রশ্ন করেন এবং অতিথিরা সেগুলোর উত্তর প্রদান করেন। এই ইন্টারেক্টিভ সেশনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করে এবং তাদের মনে জমে থাকা অনেক প্রশ্নের নিরসন হয়।

এই সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক এবং শিল্প-কেন্দ্রিক দক্ষতা অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD