প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়, শহীদদের উৎসর্গ করলেন লিটন

১৭ জুলাই ২০২৫, ৪:০৪:৩৩

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগাররা। আর এই জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বুধবার (১৬ জুলাই) সিরিজ জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।

সিরিজ জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিটন আরও বলেন, প্রথমত যেকোনো সিরিজ জয়ই ভালো অনুভূতি অধিনায়কের জন্য। আমি মনে করি, আপনারাও অনেক খুশি। বাংলাদেশি সমর্থক যারা ক্রিকেট লাভার, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে সিরিজ জিততে পেরেছি। অনেক খুশি আমি।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের কথা স্মরণ করে লিটন বলেন, দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-টোয়েন্টিতে ওদের একটা ট্যাগ থাকে। শ্রীলঙ্কার মাঠেও একই চ্যালেঞ্জ ছিল। ওরা যথেষ্ট ব্যালেন্সড টিম। দুইটা সিরিজ আমার কাছে একইরকম।

শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে করে মাত্র ১৩২ রান। পাথুম নিশাঙ্কা করেন সর্বোচ্চ ৪৬ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল শেখ মেহেদি, নিয়েছেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৩ বলে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অপরাজিত ৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলে ম্যাচ এবং সিরিজের নায়ক হন তানজিদ হাসান তামিম। এই জয়ে লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে নতুন এক ইতিহাস লিখল বাংলাদেশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য