শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ণ

ওয়ালটনের ঝুলিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫

১৭ জুলাই, ২০২৫ ১:২২:১০
ছবি: সংগৃহীত

টেকসই ক্লিন এনার্জি উদ্যোগ, বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী এবং টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদান রাখায় তিনটি ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন।

শনিবার (১২ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর এস এম মাহবুবুল আলম বলেন, “তিনটি ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫ অর্জন করায় ওয়ালটন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, ওয়ালটন উন্নতমানের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকেই পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব সর্বাধুনিক মেশিনারিজ ও প্রযুক্তি ব্যবহার করে কমপ্লায়েন্স মেনে চলছে ওয়ালটন।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ওয়ালটন ফ্যাক্টরিতে পরিবেশবান্ধব রুফটপ সোলার প্রজেক্ট এবং এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও ফ্রিজ ও এসিতে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি এবং এইচসিএফসি গ্যাস ফেজ আউট প্রকল্প বাস্তবায়ন এবং মেটাল ও প্লাস্টিক রিসাইকেলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই ফলশ্রুতিতে ওয়ালটন দুইবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে।

সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টেকসই উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে মোট ৪৫৭টি মনোনয়ন জমা পড়েছিল। কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-সহ ৬০টি টেকসই উদ্যোগকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৫ প্রদান করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad