থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় গোপালগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। জেলা জুড়ে চলছে ২২ ঘণ্টার কারফিউ। গতকাল ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
সংঘর্ষ থামাতে ও পরিস্থিত নিয়ন্ত্রণে নিতে বুধবার রাত ৮ থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার ঘোষণা দেয়া হয়। রণক্ষেত্র স্বাভাবিক হলেও জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করেছে। সাধারণ মানুষের মধ্যে অতঙ্ক রয়েছে।
তবে, কারফিউ থাকলেও দিনমজুর খেটে খাওয়া মানুষের পেটের তাগিতে রাস্তায় বেরিয়েছে। সকালে দুই একজন করে বের হচ্ছে। এছাড়া দুই-একটি রিকশা চলতে দেখা গেছে। দিনভর অতঙ্কে থাকা শহরবাসী পরিস্থিতি বুঝতে ঘর থেকে বাইরে বের হয়েছে। আতঙ্কে শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা।
এদিকে, পুলিশ সঙ্গে যোগাযোগ করেও এ ঘটনায় মামলা, অভিযান বা গ্রেপ্তার হয়েছে কিনা তা জানা যায়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য