প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

জুলাই শহিদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৭ জুলাই ২০২৫, ১২:৩১:৪৩

ছবি প্রতিনিধি, সংবাদবেলা

ইবি প্রতিনিধি: জুলাই শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। বুধবার (১৬ জুলাই) রাত ৯ টায় শহীদ মিনারে এ কর্মসূচি করেন তারা।

মোমবাতি প্রজ্বলনকালে সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, যুগ্ম আহবায়ক আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন ও তরীকুল ইসলাম সৌরভসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী।

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, আজকের এই দিনে আমাদের পাচজন ভাইকে হত্যা করেছিল হাসিনার পুলিশ বাহিনী। আজকের এই দিনে বাংলাদেশকে স্বাধীন করার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিল আবু সাইদ। যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি, আজকের এই দিনে শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি।

এসময় উপ-উপাচার্য বলেন, চব্বিশে চেতনা কখনো বাংলাদেশ থেকে মুছে যাবেনা। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা শাহাদাৎ বরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ষোল বছর আমাদের উপর যারা ষড়যন্ত্র চালিয়েছে, তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাদের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো চলমান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য