পাকিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় নিহত ৩
ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কালাত এলাকায় একটি যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে অন্তত তিন যাত্রীকে হত্যা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও সাতজন।বুধবার (১৬ জুলাই) বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শহিদ রিন্দের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।
এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেছেন, করাচি থেকে কোয়েটাগামী একটি যাত্রীবাহী কোচে গুলির ঘটনায় তিনজন যাত্রী নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রদেশের কালাতের নেমারঘ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, আহতদের উদ্ধারের পর কালাত জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ওই হাসপাতালে বর্তমানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
শহিদ বলেন, দেশের নিরাপত্তা সংস্থা, জেলা প্রশাসন এবং উদ্ধারকারী বিভিন্ন দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে বর্তমানে ওই এলাকায় তল্লাশি চলছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য