নেত্রকোনায় লেটস ক্রিয়েট এর উদ্যোগে চলছে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট
ছবি প্রতিনিধি, সংবাদবেলা
নেত্রকোনার মদন উপজেলার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন লেটস ক্রিয়েট এর উদ্যোগে চলছে ‘ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট’ ক্যাম্পেইন। মদন পৌরসভা ও এর আশেপাশের স্কুলগুলোতে গিয়ে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করার উদ্যোগ নিয়েছে লেটস ক্রিয়েট। মাঘান উচ্চ বিদ্যালয়ে তাদের এই ক্যাম্পেইন এর উদ্বোধন হয়। উক্ত স্কুলে আজ সর্বমোট প্রায় ২০০ জনের রক্ত পরীক্ষা করা হয়৷ ক্যাম্পেইনটি ঘিরে শিক্ষক-শিক্ষার্থী সকলের তুমুল আগ্রহ লক্ষ্য করা যায়। আগামী সপ্তাহ জুড়ে চলবে এই ক্যাম্পেইন।
উক্ত ক্যাম্পেইনটি লেটস ক্রিয়েট এর নিজস্ব তত্বাবধান ও অর্থায়নে পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন সম্পর্কে লেটস ক্রিয়েট এর প্রতিষ্ঠাতা সদস্য আল মোজাহিদ ইমু বলেন, ‘রক্তের গ্রুপ জানা মানুষের খুব জরুরি তথ্য। আকস্মিক বিপদে যেমন একই গ্রুপের মানুষকে রক্ত দিতে হতে পারে, তেমনই মা–বাবার পজিটিভ-নেগেটিভ গ্রুপের কারণে সন্তানের জীবনও হতে পারে সংকটাপন্ন। তা ছাড়া নির্দিষ্ট কিছু গ্রুপের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকিও থাকে বেশি। তাই লেটস ক্রিয়েট এর উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হচ্ছে এবং জানানো হচ্ছে।’
সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ রিমন বলেন, ‘লেটস ক্রিয়েট এর পক্ষ থেকে এমন একটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।ভবিষ্যতে এই রকম কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ।’
সভাপতি শেখ কায়কোবাদ বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ,আমি একজন নিয়মিত রক্তদাতা। রক্তে দিলে দেহের কোন ক্ষতি হয় না বরং মানব সেবার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটি সন্তুষ্টি আসে। এ জন্য আমরা সমাজের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি করতে চাই। এই জন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হলো নিজের রক্তের গ্রুপ জানা। আমরা অনেকেই জানিনা আমাদের রক্তের গ্রুপ কি। তাই আমাদের সংঘটন লেটস ক্রিয়েট থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
এতে স্কুল পর্যায় থেকেই নিজের রক্তের গ্রুপ জেনে অন্যের উপকার করতে পারবে এবং নিজের রক্তের প্রয়োজন হলে অন্যদের থেকে গ্রহন করতে পারবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য