হত্যাচেষ্টা মামলায় জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন এ অভিনেত্রী।
এ ব্যাপারে সিএমএম আদালতের জুডিশিয়াল পেশকার (জেপি) ওমর ফারুক চৌধুরী বলেন, হাইকোর্টের আদেশ অনুযায়ী আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন অপু বিশ্বাস।
ঢালিউড তারকার আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। সেই জামিনের মেয়াদ প্রায় শেষ দিকে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিনেত্রী সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। শিগগিরই তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন।
এদিকে মামলার বিবরণীয় থেকে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। একসময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হক নামের এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তাকে হাসপাতালে নেয়া হয়।
এরপর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা করেন এনামুল হক।
মামলায় অপু বিশ্বাস ছাড়াও আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাদের উল্লেখ করা হয়েছে মামলায়। গত ১৮ মে এ মামলায় গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরদিন কারাগারে পাঠানো হয় তাকে। এরপর ২০ মে জামিনে মুক্তি পান এ নায়িকা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য