সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্ট
‘স্বৈরাচারের সম্পদ পাহারা দিচ্ছে শেখ মিলির ঘনিষ্ঠ সুমনা’

ছবি: সংগৃহীত
‘স্বৈরাচারের সম্পদ পাহারা দিচ্ছে শেখ মিলির ঘনিষ্ঠ সাবেক ছাত্রলীগ নেত্রী সুমনা’ এমন শিরোনামে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।
রোববার (৭ জুলাই) রাতে দেওয়া পোস্টে লিখেছেন, শেখ হাসিনার মামাতো বোন ও ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলির ডান হাত ও সকল অপকর্মের হোতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি সুমনা ইসলাম। এখনও ভোগবিলাসের মধ্যেই আছেন তিনি। এতকিছুর পরেও এদের কিছু হচ্ছে না, পতিতদের সম্পদ ঘরবাড়ি পাহারা দিচ্ছে, সাথে তা ভোগও করছে।
‘সুমনা ইসলাম রাশিয়া ইউনিট ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ধানমন্ডি মহিলা আওয়ামী লীগের সদস্য এবং হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এক অদৃশ্য শক্তির প্রভাবে।’
জাওয়াদ নির্ঝর আরও লিখেছেন, সাবেক এলজিইডির পলাতক মন্ত্রী তাজুল ইসলামের সাথে অনৈতিক সম্পর্ক ছিল সুমনা ইসলামের। এরই জেরে হাতিয়ে নিয়েছেন টাকা। এখন কোনো কাজ বা ব্যবসা না করলেও চড়েন অর্ধ কোটি টাকার গাড়িতে, থাকেন ধানমন্ডিতে বিলাসবহুল ফ্লাটে। এ ছাড়া সুমনার বিরুদ্ধে রয়েছে ফাসিস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা এবং মন্ত্রীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখা সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে লিপ্ত হওয়াসহ আরও অনেক অভিযোগ।
‘মামলাবাজ হিসেবেও সুখ্যাতি রয়েছে সুমনা ইসলামের। এক সাংবাদিককেও ফ্লাট ভাড়া চুক্তি করে নিজ ফ্লাটে উঠতে গিয়ে তিনি হয়রানির করেছেন। দিয়েছেন মামলাও। এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতে একটি মানহানি মামলাও দায়ের করেছিলেন হেনন্তার শিকার সিনিয়র সাংবাদিক। খোঁজ নিয়ে জানা গেছে, সুমনা ইসলামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকান্দি উপজেলার নলবুনিয়া গ্রামে।’
শুধু তাই নয়, সুমনার বিরুদ্ধে বিয়ে নামে বহু পুরুষকে ফাঁদে ফেলে অর্থ-সম্পদ লুট করার অভিযোগ রয়েছে জানিয়ে প্রবাসী এই সাংবাদিক আরও লিখেছেন, সিলেটের এক সাবেক সংসদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে বিশাল অংকের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন এই নারী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য