মঙ্গলবার ৮ জুলাই, ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ণ

ইরাকে বিশেষ অভিযানের সময় ৮ তুর্কি সেনা নিহত

৭ জুলাই, ২০২৫ ৫:১৩:৩১
সংগৃহীত

এবার উত্তর ইরাকে গুহায় অনুসন্ধানের সময় আট তুর্কি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গুহায় অনুসন্ধান অভিযান চালানোর সময় মিথেন গ্যাসের সংস্পর্শে সেনাদের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, রোববার নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযানের সময় নিহত একজন তুর্কি সেনার দেহাবশেষ খুঁজে বের করার অভিযানের সময় এই ঘটনা ঘটে।

মন্ত্রণালয় জানিয়েছে, গুহায় গ্যাসের সংস্পর্শে আসা আরও ১১ সৈন্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি এমন একটি সংবেদনশীল সময়ে ঘটলো যখন পিকেকে তাদের দশকের পর দশক ধরে চলা সশস্ত্র সংগ্রাম শেষ করতে সম্মত হয়েছে এবং সংঘাত শেষ করতে আলোচনা চলছে।

১৯৮৪ সালে শুরু হওয়া এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, ২০২২ সালের মে মাসে কুর্দি যোদ্ধাদের গুলিতে নিহত এক সৈনিকের দেহাবশেষ খুঁজতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তুর্কি সেনারা। এছাড়া উদ্ধার করা সম্ভব হয়নি ২০২২ সালে নিহত ওই সেনা সদস্যের মরদেহ।

ওই বছর, পিকেকের বিরুদ্ধে অপারেশন ক্ল লক পরিচালনা করেছিল তুরস্ক এবং অভিযানের অংশ হিসেবে তুর্কি সেনারা সীমান্তবর্তী গুহায় লুকিয়ে থাকা কুর্দি পিকেকে সদস্যদের নির্মূল করার চেষ্টা করেছিল।

এদিকে হতাহতের বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘একটি গুহায় তল্লাশি অভিযানের সময় ১৯ জন সেনা সদস্য মিথেন গ্যাসের সংস্পর্শে এসেছিলেন। তাদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এর মধ্যে ৮ জন প্রাণ হারান।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD