সোমবার ৭ জুলাই, ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ণ

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে এইচওডি-পিআরডি হিসেবে যোগদান করলেন প্রদীপ্ত মোবারক

৭ জুলাই, ২০২৫ ১:০৩:০৬
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক প্রদীপ্ত মোবারক স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এইচওডি-পিআরডি (হেড অফ দ্য ডিপার্টমেন্ট-পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি উত্তরা ইউনিভার্সিটির জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভোলা জেলার সদর থানার আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে তাঁর জন্ম। নানা বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল কাশেমের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম আমেনা পারভিন।

প্রদীপ্ত মোবারক আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা কলেজে ভর্তি হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই তিনি সাহিত্য ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

সাংবাদিকতা জীবনের শুরু ২০১০ সালের মার্চ মাসে, দৈনিক সমকালে সিনিয়র রিপোর্টার হিসেবে যোগদানের মাধ্যমে। প্রখ্যাত কবি ও সাংবাদিক নাসির আহমেদের সান্নিধ্যে তিনি সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ হন। পরবর্তীতে তিনি গণমাধ্যম ছেড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও জনসংযোগের কাজে যুক্ত হন। বাংলা কবিতায় ছন্দ নিয়ে তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন।

প্রদীপ্ত মোবারকের প্রকাশিত কিছু কবিতা হলো: রাঁধা প্রেম, বিষণ্ণ সুন্দর, শূন্যতার সৌন্দর্য, আমি অশ্লীল, পরিযায়ী, ভেজা শীতসন্ধ্যা, পোড়া কাগজ, পরবর্তী সময়, আদিম অভ্যাস, স্তব্ধ রাতের আশ্রয়ে, মৃত্যু, তুমি, তুমি বাধ্য নও, নিভে যাচ্ছে আলো।

বিভিন্ন পত্রিকায় তাঁর প্রকাশিত প্রবন্ধগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: বৈচিত্র্যময় নজরুল, ভাষা আন্দোলন ও বাংলা সাহিত্য, শৈল্পিক সৌন্দর্য ও মানবতাবাদে লালন ফকির, আধুনিক বাংলা সাহিত্যে কবি ও কবিতা, স্পর্শকাতর অনুভূতির নামই ভালোবাসা, সূর্য সন্তানের জন্মদিন ও কিছু কথা, বাংলা সাহিত্যে নারী কলম ও কাগজের মতোই অনিবার্য, অস্তিত্ব সংকটে মাতৃভাষা বাংলা ও অসহিষ্ণুতার অধর্ম এক সামাজিক ব্যাধি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD