ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়, এবং শেষ পর্যন্ত সেটি সফলভাবে প্রতিরোধ করা গেছে। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যাতে সাধারণ জনগণ নিরাপদ আশ্রয়ে যেতে পারে। খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে কাজ করছে।’
তারা জনগণকে আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড-এর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে, যদি কোনো সতর্কতা বা নির্দেশনা দেয়া হয়। এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রসঙ্গত, ইয়েমেনের হুথি গোষ্ঠী এর আগেও ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ রয়েছে, বিশেষত গাজা যুদ্ধ শুরুর পর থেকে।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য