প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন ছাত্রীদের ইমোতে ভিডিও কল দেওয়া সেই ইবি শিক্ষক

৫ জুলাই ২০২৫, ১১:৫৯:৪৯

ছবি প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: ছাত্রীদের ইমোতে ভিডিও কল ও যৌন হয়রানিসহ নানা অভিযোগে অভিযুক্ত অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। ড. আজিজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক।

শনিবার (৫ জুলাই) বিকালে রেজিস্ট্রার অধ্যাপক ড. মুনজুরুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি মোতাবেক জীবন ধারণ ভাতা পাবেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আজিজুল ইসলাম এর বিরুদ্ধে উক্ত বিভাগের শিক্ষার্থীদের যৌন হয়রানি, অনাকাঙ্খিত ও অশ্লীল আচরণ, ক্লাস রুমে পোষাক ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য, হোয়াটসঅ্যাপ/ম্যাসেঞ্জার/ইমোর মাধ্যমে ভিডিও কলে নানাবিধ আপত্তিকর কথা বার্তা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়ে আবেদন করেছে। এ সংক্রান্ত সংবাদ বেশ কয়েকটি জাতীয়/ স্থানীয় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে বিধায় আদিষ্ট হয়ে তাঁকে বিভাগের সহযোগী অধ্যাপক পদের চাকুরি থেকে আজ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এদিকে, ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের লক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার ও আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এ কমিটিকে আগামী ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর রিপোর্ট পেশ করার নির্দেশ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য