একসঙ্গে তিন মেয়ের জন্ম দিলেন গৃহবধূ

সংগৃহীত
এবার নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের ৩ বছর পর একসঙ্গে ৩ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলপনা খানম (২৪) নামে এক গৃহবধু। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। আলপনা খানম উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী।
হাসপাতালে সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসানের স্ত্রী আল্পনা খানম ভর্তি হন। পরে সকল পরিক্ষা-নিরিক্ষা শেষে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ স্বরুপ গোলদার অস্ত্রোপচার করেন। এ সময় তিন কন্যাসন্তান জন্ম দেন ওই নারী। মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।
আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন, বিয়ের ৩ বছর পর আমাদের দাম্পত্য জীবনে আমার স্ত্রীর ৩টি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার খুশি। আমার বাচ্চাদের জন্য দোয়া চাই।
এদিকে হাসপাতালের ম্যানেজার মো. ইব্রাহিম বলেন, শুক্রবার সকালে একজন রোগী ভর্তি হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারীর তিনটি কন্যাসন্তান হয়েছে। বাচ্চা তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বচ্চো সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গাইনি চিকিৎসক স্বরুপ গোলদার বলেন, প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিল। শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যাসন্তান হয়। শিশু ও তার মা সুস্থ রয়েছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য