ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসীকে গুলি করে হত্যার দাবি পাকিস্তানের

এবার পাকিস্তান ও আফগান সীমান্তের খাইবার পাকতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে বিবৃতি দিয়েছে পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর)।
গতকাল শুক্রবার (৪ জুলাই) জিও নিউজের প্রতিবেদনে বিবৃতির এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকা হাসান খেলে ১ থেকে ২ এবং ২ থেকে ৩ জুলাই ভারতের প্রক্সি বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজের’ বড় একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়েছিল।
এদিকে সেনারা সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের মাধ্যমে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালায় এবং তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়, যার ফলে ৩০ জন ভারতীয়-স্পন্সর সন্ত্রাসীকে ৩০ জনকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। সন্ত্রাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়।
পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় প্রক্সি বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ১৩ জন সেনাসদস্য।
গত ২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।
২০২৫ সালের মে মাসে দেশটিতে জঙ্গি হামলার পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়েছে, যদিও প্রতিবেশী ভারতের সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলেও চরমপন্থী গোষ্ঠীগুলির সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য