পাঠাও-এর কক্সবাজার ট্রিপে ৩৬ জন হিরো কাটালেন উচ্ছ্বাসপূর্ণ দু’টি দিন

ছবি: সংগৃহীত
পাঠাও তাদের কর্মীদের জন্য “টিকেট টু কক্সবাজার” নামে একটি বিশেষ ক্যাম্পেইন আয়োজন করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাও-এর বিভিন্ন বিভাগে কর্মরত সেরা পারফর্মারদের কক্সবাজারে বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।
মে মাসে অনুষ্ঠিত ‘দেশি ভাইব’ ক্যাম্পেইনে সর্বোচ্চ রাইড ও অর্ডার ডেলিভারি করা ৩৬ জন কর্মীকে এই ভ্রমণের জন্য নির্বাচিত করা হয়। এদের মধ্যে ৭ জন রাইডার, ৭ জন ক্যাপ্টেন, ৭ জন ফুডম্যান, ৭ জন পার্সেল এজেন্ট এবং ৮ জন কুরিয়ার এজেন্ট রয়েছেন।
বিজয়ীরা জুন মাসে এক রাত দুই দিনের জন্য কক্সবাজার ভ্রমণ করেন। এই ভ্রমণে তাদের পরিবহন, থাকা ও খাওয়াসহ যাবতীয় খরচ পাঠাও বহন করে। ২৮ জুন রাতে তারা যাত্রা শুরু করেন এবং ২৯ জুন দিনভর সমুদ্র সৈকতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এরপর ৩০ জুন তারা ঢাকায় ফিরে আসেন।
পাঠাও কর্তৃপক্ষের মতে, “টিকেট টু কক্সবাজার” ক্যাম্পেইনটি তাদের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতি জানানোর একটি উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকসের মাধ্যমে বহু মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। বর্তমানে প্ল্যাটফর্মটি ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে বাংলাদেশে ৫,০০,০০০-এর বেশি কাজের সুযোগ তৈরি করেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য