প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

নানা আয়োজনে ইবিতে জুলাই বর্ষপূর্তি উদযাপন

৩ জুলাই ২০২৫, ১১:৪৫:০৪

ছবি প্রতিনিধি, সংবাদ বেলা

মানিক হোসেন, ইবি: নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই বর্ষপূর্তির প্রথম দিন উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন শহীদ সাব্বিরের কবর জিয়ারত, বৃক্ষরোপন এবং ১১ জন জুলাই আহতদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন তারা।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯ টায় জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া জেলার অন্যতম শহীদ সাব্বির আহম্মেদের কবর জিয়ারত করেন সমন্বয়করা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক তানভির মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রব্বানীসহ কয়েকজন নেতাকর্মী। এসময় নেতৃবৃন্দরা কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সাথে কথা বলেন। তাদের খোজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এরপর দুপুর আড়াইটায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থানে ১১জন শিক্ষার্থীর মাঝে উপাচার্যের ব্যক্তিগত ফান্ড থেকে অর্থ সহায়তা দেন।

জানা যায়, জুলাই আন্দোলন চলাকালীন সময়ে দেশের বিভিন্ন প্রান্তে আহত হওয়া ইবি শিক্ষার্থীদের তালিকা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। পরে আহত হওয়া শিক্ষার্থীরা যথাযথ নথিপত্র জমা দিলে যাচাই-বাছাই শেষে মোট ১১ শিক্ষার্থী এই তালিকায় অন্তর্ভুক্ত হন। পরে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় সহায়তা পাওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও বহু জুলাই যোদ্ধারা সারাদেশে হাসপাতালে কাতরাচ্ছে। সরকারের কাছে সবিনয়ে অনুরোধ, যাতে সকলের নূন্যতম চিকিৎসার ব্যবস্থা করা হয়৷

পরবর্তীতে বিকাল ৫ টায় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও জুলাইয়ের স্মৃতি রক্ষার্থে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী। এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. উবায়দুল ইসলাম, ডিন’স কমিটির সভাপতি ও ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অন্যান্য সমন্বয়করা, ছাত্র শিবিরের সভাপতি ও ছাত্রদলের আহ্বায়কসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সূচনা হয়। আমাদের সকল শহীদদের স্মৃতির স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি সূচনা হচ্ছে, এ কর্মসূচি পুরো মাস ব্যাপি হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জুলাই আন্দোলনের আহত ভাইদের মাননীয় উপাচার্য মহোদয় সহযোগিতা করেছেন এবং আগামীতেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জুলাই উদযাপনের অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। এই গাছগুলো জুলাই বিপ্লব ১ম বছর উদযাপনের স্মৃতি হয়ে থাকবে। জুলাই আগস্ট বিপ্লব হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে, শান্তি প্রতিষ্ঠার জন্য ও পরিবর্তনের জন্য, ঐক্যবদ্ধ সমাজ গড়ার জন্য। এই বৃক্ষরোপণ আমাদের সাক্ষী হয়ে থাকবে, আমরা অন্যায়কে দূরীভূত করবো, জুলুমকে দূরীভূত করবো, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করবো এবং ঐক্যবদ্ধ সমাজ নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য