কফি খাচ্ছিলাম-চিল করছিলাম, হঠাৎ দেখি পাঁচ উইকেট নেই: তাসকিন

এখন ওয়ানডে ক্রিকেটের বিচারে ২৪৫ রান মামুলি লক্ষ্য। বাংলাদেশের শুরুর ব্যাটারদের খেলায় মনে হচ্ছিল এই লক্ষ্য হেসেখেলেই ছোঁয়া যাবে। ১৬ ওভার শেষ স্কোরবোর্ডে ১০০ রান, হাতে তখনো ৯ উইকেট। কিন্তু এরপরই সেই চিরচেনা ধস নামে। ২৫ রানের মধ্যে ৯ উইকেট খুইয়ে বসে মেহেদী হাসান মিরাজের দল। তাতে ৩ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে ৭৭ রানের বড় হার হজম করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
এমন ব্যাটিং ধসে বিস্মিত পেসার তাসকিন আহমেদ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, ‘অবশ্যই আমরা এমন কিছু আশা করিনি। আমরা খুব ভালো মুডে ছিলাম, কফি খাচ্ছিলাম, চিল করছিলাম। কিন্তু মুহূর্তেই দেখি পাঁচ উইকেট পড়ে গেছে। আমরা এই ভুল থেকে শিক্ষা নিবো, ভালো ফিরবো কিন্তু আজকের এই ব্যাপারটা মোটেও সুখকর ছিল না।’
তবে তাসকিন বিশ্বাস করেন, এই ব্যর্থতা পরের ম্যাচ জিতলে ঢেকে যাবে এমন হারের ক্ষত। তিনি বলেন, ‘আমি জানি সমর্থক যারা আছে, তারা চায় আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না। খারাপ লাগবেই। আমরা চেষ্টা করছি। সমর্থকদের সরি বলছি—সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি।’
‘আমরা দ্রুত কাটিয়ে উঠব সব সমস্যা। আমরা ভালো জয় উপহার দেব। স্বপ্ন দেখা ছাড়া তো সামনে এগোনো যায় না। আমরা কষ্ট করছি।’ হাল ছাড়তে নারাজ তাসকিনের বার্তা, ‘আপনারা জানেন, আমরা কেমন দল। আমরা যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’
সে সামর্থ্যের প্রমাণ রাখার সুযোগ তাসকিনরা পাবেন আগামী ৫ জুলাই। সেদিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে তাসকিনদের সে ম্যাচ এখন ‘ডু অর ডাই’।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য