প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

এনআইডিতে নামসহ যেসব সংশোধন চেয়ে আবেদন করেছিলেন অভিশ্রুতি

৪ মার্চ ২০২৪, ১১:৩৯:২৮

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহত হন সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী। তিনি তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা বৃষ্টি খাতুন নামের পরিবর্তে অভিশ্রুতি শাস্ত্রী করার জন্য সংশোধনের আবেদন করেছিলেন। আবেদনটি এখনো ‘গ’ ক্যাটাগরিতে পড়ে আছে।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা যায়, বৃষ্টি খাতুন এনআইডি সংশোধনের জন্য ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করেন। আবেদনে তিনি নামের পাশাপাশি পিতার নাম সবুজ শেখের পরিবর্তে মো. শাবরুল আলম (তার পিতার পূর্ণ নাম মো. শাবরুল আলম সবুজ) এবং জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ মার্চের পরিবর্তে ২০০০ সালের ২৫ ডিসেম্বর সংশোধন চান।

এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে তিনি ২০২২ সালের নিবন্ধন করা জন্মসনদ, পিতার এনআইডি, নাগরিকত্ব সনদ দাখিল করেছেন। তবে তিনি যে জন্ম সনদ দাখিল করেছেন, সেই নম্বর এবং সেখানে থাকা জন্ম তারিখ দিয়ে অনলাইনে খুঁজতে গেলে আরেকজনের তথ্য চলে আসে। তাই তার দাখিল করা জন্ম সনদটি এডিট করা বলে সংশ্লিষ্ট সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে।

গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের আগুনে নিহত হন অভিশ্রুতি। তার নাম, পরিচিতি ও জীবনাচরণের কারণে ধর্ম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার মরদেহ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। জানা গেছে, ডিএনএ টেস্টের পর আদালতের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য