মঙ্গলবার ১ জুলাই, ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ

ইবির স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র নেতৃত্বে তুরান-হিমেল

২৯ জুন, ২০২৫ ১১:২২:৩৯
ছবি প্রতিনিধি, সংবাদবেলা

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের মুরসালিন ইসলাম তুরান ও সাধারণ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইশতিয়াক আহমেদ হিমেল নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে সংগঠনটির দিনব্যাপী ১৬ তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনারের নেতৃত্বে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দুরন্ত পথিক ও অগ্রপথিক সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

তারুণ্য’র সভাপতি মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম, তরিকুল ইসলাম, রিফাত মাশরাফি প্রত্যয়, ফাবিহা বুশরা, সাবেক সভাপতি মারুফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বৈষম্যহীন সমাজ গঠনে তারুণ্যর শক্তিকে কাজে লাগানো, তরুণদের স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন করে গড়ে তোলা, নেতৃত্ব দক্ষতা তৈরি, সামাজিক উন্নয়নমূলক কাজ, শিল্প ও সাংস্কৃতিক মুল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা সহ নানাবিধ সামাজিক কাজ করে যাচ্ছে তারুণ্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD