মঙ্গলবার ১ জুলাই, ২০২৫, ০২:৫৫ অপরাহ্ণ

এইচএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১৬ হাজার শিক্ষার্থী

২৯ জুন, ২০২৫ ১০:৫৯:০১
ছবি: সংগৃহীত

এবার চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী। এদিন উচ্চমাধ্যমিকে ছিল বাংলা দ্বিতীয় পত্র, মাদ্রাসায় আরবি প্রথমপত্র এবং কারিগরিতে ছিল ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। এদিকে, বিভিন্ন অনিয়ম ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪১ জনকে। রোববার (২৯ জুন) আন্তশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের নয়টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৫ হাজার ৮৯৮ জন। বহিষ্কার করা হয় ২৩ পরীক্ষার্থীকে।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথমপত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় ২ হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

সারাদেশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৫১ হাজার। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০ লাখ ৯৭ হাজার ৮৭৫ জন। অর্থাৎ, অনুপস্থিতির হার প্রায় ২ শতাংশের কাছাকাছি। সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে ঢাকা বোর্ডে। সেখানে উপস্থিতির হার বেশ ভালো হলেও অনুপস্থিত ছিল ৩,৬৫৫ জন এবং বহিষ্কৃত হয়েছে ৮ জন।

কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ছিল ৮৬ হাজার ৯৮৯ জন, যার মধ্যে ২,৬৮২ জন অনুপস্থিত ছিল এবং ২ জনকে বহিষ্কার করা হয়। দিনাজপুর, রাজশাহী, সিলেট ও কুমিল্লা বোর্ডেও অনুপস্থিতির সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। তবে চট্টগ্রাম ও যশোর বোর্ডে অনুপস্থিতির হার কিছুটা কম ছিল। এ ছাড়া ময়মনসিংহ বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ৩ শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষককেও বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্রের (সাধারণ ও বিজ্ঞান শাখা) পরীক্ষা হয়। এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ৭৮৩ জন। অংশগ্রহণ করেন ৭৯ হাজার ২৯২ জন এবং অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৯১ জন। এখানে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৮ হাজার ৫২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ২ হাজার ২ জন, এবং বহিষ্কৃত হয়েছেন ৮ জন শিক্ষার্থী।

এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নেয় প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। প্রথম দিন অনুপস্থিত ছিল ১৯ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। আর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয় ৪৩ জনকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD