মঙ্গলবার ১ জুলাই, ২০২৫, ০৩:০২ অপরাহ্ণ

এনবিআরের সংস্কার পর্যালোচনায় ৫ সদস্যের কমিটি গঠন

২৯ জুন, ২০২৫ ৯:১৫:৫৮
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার পর্যালোচনায় ৫ সদস্যের উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে কমিটিতে কারা আছেন এবং কমিটির কার্য পরিধি কী হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। রোববার (২৯ জুন) সচিবালয়ের সন্ধ্যায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে দেশের সার্বিক আমদানি-রপ্তানি কার্যক্রম তথা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থা থেকে উত্তরণে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা।

বৈঠকের পর সাংবাদিকদের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এনবিআর সংস্কার পর্যালোচনায় ৫ সদস্যের উপদেষ্টা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানা যাবে। কমিটি আলাপ-আলোচনা করবে এনবিআর কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে। তারা সবার সাথে আলোচনা করবে।

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি আরও বলেন, ব্যবসায়ীরা তাদের সুবিধা অসুবিধার বিষয়ে আলোচনা করেছেন। কি কঠোর ব্যবস্থা নেয়া হবে সেটি প্রধান উপদেষ্টার দপ্তর বলতে পারবে।

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান, আইসিসিবির সহসভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ. কে. আজাদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী, মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমান, মেট্রো চেম্বারের সহসভাপতি ও ট্রান্সকম গ্রুপের গ্রুপ সিইও সিমিন রহমান প্রমুখ। বৈঠকে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানও উপস্থিত ছিলেন।

এ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব শ্রেণির চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়ে সরকার বলেছে, কাজে যোগ না দিলে দেশের জনগণ ও অর্থনীতির সুরক্ষায় সরকার কঠোর হবে। আজ রোববার সরকার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়, অতি জরুরি আমদানি-রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চলমান রাখার জাতীয় স্বার্থে সরকার এনবিআরের আওতাধীন সব কাস্টম হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনগুলোর সব শ্রেণির চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস বা সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD