প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২৬ জুন ২০২৫, ১১:৫৭:০৭

ফাইল ছবি

আগামী আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রস্তাব ছিল। তবে জুলাইয়ে দেশে বেশ কিছু আনুষ্ঠানিক প্রগ্রামের কারণে আগস্টে তার সফরের প্রস্তাব করেছে ঢাকা।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা আগস্টে প্রস্তাব করেছি। জুলাইয়ে অনেক প্রগ্রাম আছে।’ সফরটি দ্বিপক্ষীয় হবে কি না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সফর হলে এটা দ্বিপক্ষীয় হবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য