যশোরে ৫ পিস স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ৫ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ (বুধবার, ২৫ জুন) সকালে ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুরের কোর্টবাড়ীর আজগর মোল্লার পুত্র ময়নাল মোল্লা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ সকালে নিয়মিত টহল দল শহরের ঝুমঝুমপুর এলাকায় তল্লাশি করে।
এসময় আটককৃত ব্যক্তির জুতার সোলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর-ঝিনাইদহ হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায়, ঢাকার গাবতলি এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা যাচ্ছিল।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম বলে জানায় বিজিবি। যার মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার ৭০২। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য