প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মানিকগঞ্জ চারটি আসনের দাবি আফরোজা খানম রিতার

২৫ জুন ২০২৫, ১০:২০:৫৮

ছবি প্রতিনিধি, সংবাদবেলা

আবিদ হাসান, হরিরামপুর, মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলায় অতীতের মত চারটি সংসদীয় আসনের দাবি জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। বুধবার (২৫জুন) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সীমানা সংক্রান্ত বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানা যায়।

রিতা আরও বলেন, বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত আমাদের মানিকগঞ্জ জেলা। ২০০১ সালেও চারটি সংসদীয় আসন ছিলো। ২০০৮ সালে ক্ষমতার দাপট আর ফ্যাসিস্টদের সুবিধা দিতে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি আসন করা হয়েছিল। যে কারণে আমাদের মানিকগঞ্জের মানুষ তাদের কাঙ্খিত সেবাটি পাচ্ছে না। এটা আমার দাবি নয়, মানিকগঞ্জ বাসীর দাবি, আমাদের সকলের দাবি -মানিকগঞ্জ আবার ২০০১সালের অবস্থায় ৪টি আসনে ফিরে আসুকক। ২০০৮ সালে স্বৈরাচার সরকার ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসার পর মানিকগঞ্জের সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা না করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি আসন কমিয়ে তিনটি আসন নির্ধারণ করেন।

হরিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু বলেন, চারটি আসন থেকে তিনটি করায় আমরা হরিরামপুর-শিবালয়বাসী কাঙ্খিত উন্নয়ন হতে বঞ্চিত হয়েছি। আমরা চাই- আগের মতই ৪টি আসন ফিরে পাক মানিকগঞ্জবাসী। তবেই আমরা সমহারে উন্নয়নের ছোয়া পাবো। মানিকগঞ্জবাসীর প্রাণের দাবী, পুনরায় মানিকগঞ্জে ৪ টি আসন বাস্তবায়নের মাধ্যমে জনগণের সঠিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন বিএনপি’র চেয়ার-পারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম আবেদীন কায়সার বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ও চারটি সংসদীয় আসনের নির্বাচনে জনগণ ভোট না পাওয়ার ভয়ে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে তিনটি আসন করেছিলেন। আসলে এই আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি নামেই পরিচিত। এ কারনেই আওয়ামী লীগ সরকার মানিকগঞ্জ একটি আসন কমিয়ে নির্বাচন নিয়েছিলেন। মানিকগঞ্জের মানুষের প্রাণের দাবি মানিকগঞ্জে চারটি সংসদীয় আসনের। সেই মানিকগঞ্জবাসীর প্রাণের দাবি আজ তুলে ধরেছেন আমাদের মানিকগঞ্জবাসীর প্রিয় নেত্রী আফরোজা খানম রিতা।

তবে মানিকগঞ্জবাসীর প্রাণের দাবি আবারো মানিকগঞ্জে চারটি আসন ফিরিয়ে আনার। যাতে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad