প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘আই হেল্থ ক্যাম্পেইন’

ছবি: সংগৃহীত
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে চোখের যত্ন ও সচেতনতা বাড়াতে ‘আই হেল্থ ক্যাম্পেইন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিস ক্লাবের উদ্যোগে এবং ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সহায়তায় দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ২৫০ জনেরও বেশি মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। প্রাথমিক চক্ষু পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণকারীদের চোখের যত্ন, নিয়মিত পরীক্ষা ও সচেতনতা নিয়ে বিস্তারিত পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পেইনে ইস্পাহানি হাসপাতালের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ দল অংশ নেয়। দলে ছিলেন অভিজ্ঞ চিকিৎসক, অপ্টোমেট্রিস্ট, নার্স, কাউন্সেলর এবং অন্যান্য স্টাফ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব আহ্বায়ক ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং ইস্পাহানি হাসপাতালের প্রতিনিধি ড. দেলোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক এ.এইচ.এম ফারুক, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, ল স্কুলের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান জাহিদ হাসান।
বক্তারা বলেন, চোখের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। এমন কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।
দিনব্যাপী চেকআপ ও সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন, তাদেরকে ইসলামিয়া হাসপাতালের রেফারেল কার্ডও দেওয়া হয়।
আয়োজনে সক্রিয় ভূমিকা রাখেন ক্লাবের সদস্য, স্বেচ্ছাসেবক ও এক্সিকিউটিভ প্যানেল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষা ও গবেষণার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য