রাশিয়া ইরানি জনগণের পাশে থাকতে ও সহায়তা করতে প্রস্তুত: পুতিন

২৪ জুন ২০২৫, ১০:৫৯:৪৫

সংগৃহীত

এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের ওপর আগ্রাসন ‘অভিযোগহীন’ ও ভিত্তিহীন। মস্কোতে ক্রেমলিন বৈঠকের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন পুতিন।

তিনি আরও বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে থাকতে ও সহায়তা করতে প্রস্তুত।

বৈঠকে আব্বাস আরাগচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানান এবং বলেন, “রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে।”

তিনি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য