যে রেকর্ডে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

ছবি: সংগৃহীত
এবার গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। এই ম্যাচের দুই ইনিংসে মোট ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। এর মাধ্যমে আইসিসির স্বীকৃত ক্রিকেটে উইকেট শিকারে টাইগার সাবেক তারকা পেসার মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলেছেন এই বাঁহাতি স্পিনার।
আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২৪৮ উইকেট সাকিব আল হাসানের। ১১৪৫ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আবদুর রাজ্জাক। তিন নম্বরে উঠে আসা তাইজুলের উইকেট ৭৭৫টি। আর ৭৭৩ উইকেট নিয়ে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি নেমে গেছেন তালিকার চতুর্থ স্থানে।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৯৫ রান করেছিল বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা ৪৮৫ রানে গুটিয়ে গেলে ১০ রানের লিড পায় সফরকারীরা।
প্রথম ইনিংসে লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বড় নায়ক টাইগার অফ স্পিনার নাঈম হাসান পান ক্যারিয়ারের চতুর্থ ফাইফার। পেসার হাসান মাহমুদ তিনটি এবং তাইজুল ও মুমিনুল হক নেন একটি করে উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শান্তর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ৩ উইকেট তুলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। তবে তা হয়নি। ২৯৬ রানের টার্গেটে লঙ্কানরা ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৭২ রানের পর ড্র মেনে নেয় দুই দল। ম্যাচসেরা হন নাজমুল শান্ত।
উল্লেখ্য, ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল। দুই দলের মধ্যকার দুই টেস্টের মধ্যে এটি প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ জুন, কলম্বোর আর. প্রেমাদাস স্টেডিয়ামে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য