শুক্রবার ৮ আগস্ট, ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ণ
 

ক্লাব বিশ্বকাপ

মেসির জাদুকরী ফ্রি কিকে ইন্টার মায়ামির জয়

২০ জুন, ২০২৫ ৭:৩৪:৫৬
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোর্তোর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। যেখানে লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত এক জয় পেয়েছে স্বাগতিক ক্লাবটি। এতে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট পাওয়ার দৌঁড়ে এগিয়ে গেল মায়ামি। বৃহস্পতিবার (১৯ জুন) আটলান্টায় রাতে শুরুতেই গোল হজম করে ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে দলকে সমতায় ফেরান সেগোভিয়া। আর মায়ামির হয়ে জয় সূচক গোলটি করেন মেসি।

এদিন ম্যাচের শুরুতেই দুটি সুযোগ হাত ছাড়া করেন মেসি। প্রথমবার তার পাসে ঠিকমতো সংযোগ করতে পারেননি লুইস সুয়ারেস, যদিও তিনি অফসাইডে ছিলেন। দ্বিতীয়বার অবশ্য সতীর্থের চমৎকার থ্রু বল ধরে গোলরক্ষককে একা পেয়েছিলেন তারকা স্ট্রাইকার, কিন্তু তার প্রচেষ্টা রুখে দেন ক্লাওদিও রামোস।

এরপরই এগিয়ে যায় পোর্তো। পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জোয়াও মারিওকে ডি-বক্সে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার অ্যালেন, ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। তা থেকেই পোর্তোকে এগিয়ে নেন সামু ওমোরদিওন।

প্রথমার্ধে বার বার আক্রমণ করে গোলের দেখা পায়নি মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফেরে তারা। ৪৭তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল জালে পাঠান সেগোভিয়া।

এরপর ৫৪তম মেসির জাদুকরী নৈপুণ্যে এগিয়ে যায় মায়ামি। ডি-বক্সের একটু বাইরে তাকে ফাউল করেন পর্তুগিজ মিডফিল্ডার রদ্রিগো মোরা। দুর্দান্ত ফ্রি কিকে ডানদিকের ওপরের কোণা দিয়ে বল ঠিকানায় পাঠান আর্জেন্টাইন তারকা।

সময় গড়ানোর সঙ্গে মরিয়া হয়ে উঠতে থাকে পোর্তো। টানা কয়েকটি ভালো আক্রমণও করে তারা; কিন্তু শেষটা সুখকর হলো না দলটির। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে মায়ামি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে পালমেইরাস। সমান ১ করে পয়েন্ট নিয়ে পোর্তো তিনে ও আল আহলি চারে আছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD