বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৪ অপরাহ্ণ

এবার ইসরায়েলে মাইক্রোসফটের অফিসের কাছে ইরানের হামলা

২০ জুন, ২০২৫ ৩:৪৫:৪৮
ছবি: সংগৃহীত

ইরানের হামলার পর ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আবাসিক ভবনগুলোতেও আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অন্তত ৭ জন সামান্য আহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের হামলায় বিরসেবা সেন্ট্রাল রেলস্টেশন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফটের অফিস, যা গাভ-ইয়াম নেগেভ নামে একটি আধুনিক প্রযুক্তি পার্কের অভ্যন্তরে অবস্থিত। এখানে রোবটিক্স, ডেটা সায়েন্স এবং উন্নত প্রযুক্তি গবেষণার কাজ চলে।

প্রযুক্তি পার্কটির পাশেই রয়েছে বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখা, যা মূলত সামরিক টেলিকম ও তথ্য প্রযুক্তি সংক্রান্ত শাখা।

লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ ইসরায়েল তুলনামূলকভাবে কম জনবসতিপূর্ণ হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত ছিল। স্থানীয় সময় সকাল হওয়ার আগেই হামলার ঘটনা ঘটে, যখন অধিকাংশ অফিস খোলা হয়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD