অফিসে পুরুষকর্মীদের অনুপ্রাণিত করতে নারীকর্মীদের মেকআপের নির্দেশ
এবার পুরুষকর্মীদের অনুপ্রাণিত করতে নারীকর্মীদের হালকা মেকআপের নির্দেশ দিয়ে তোপের মুখে পড়েছে একটি কোম্পানি। পরে এ নির্দেশনা থেকে সরে আসেন কোম্পানিটির নির্বাহী কর্মকর্তা। এ ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রতিষ্ঠানে। কোম্পানিটির নির্বাহী কর্মকর্তার দাবি, তিনি রসিকতা করে বিষয়টি বলেছিলেন।
এদিকে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, লুয়ো নামের একটি কোম্পানির নির্বাহী কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে গ্রুপ চ্যাটে গত ৩০ নভেম্বর নারী কর্মীদের হালকা মেকাপ করে আসতে বলেন। ওই গ্রুপে পাঁচজন নারী ছিলেন।
এদিকে লুয়ো নামের ওই নির্বাহী কর্মকর্তা চ্যাটে লেখেন, ‘নারীরা আমাদের দলকে অনুপ্রাণিত করতে ডিসেম্বর থেকে হালকা মেকআপ পরিধান করুন৷ আমাদের পুরুষ সহকর্মীরা নারীদের বিকেলের চা খাওয়ার জন্য অর্থায়ন করবেন।’ কিছুক্ষণ পরে লুও গ্রুপ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়ার পরে, তিনি এর গুরুত্ব বোঝাতে আবার বার্তা পাঠান।
এ ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তোপের মুখে পড়েছে লুও নামের কোম্পানিটি। পরে এক বিবৃতিতে কোম্পানিটির নির্বাহী কর্মকর্তা লুয়ো জানান, তিনি রসিকতা করে বিষয়টি বলেছেন।
এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী লেখেন, এটা কোনো মজা হতে পারে না। আরেক ব্যবহারকারী লেখেন, আসলেই কী এটা রসিকতা?
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য