আবাসিক হোটেলে অসামাজিক কাজ, তরুণ-তরুণীসহ আটক ৭

ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।
শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে তিনটায় পৌর শহরের সড়ক বাজার এলাকায় অবস্থিত ইমন আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। হোটেলের দোতলার একটি কক্ষ থেকে আটককৃতরা হলেন: মো. জাকির হোসেন (২০), মো. তামিম (১৯), বৃষ্টি বেগম (২২), স্মৃতি বেগম (২০), রবি উল্লাহ (১৮), মো. রিফাত (১৮) এবং মো. শরীয়ত উল্লাহ (১৮)।
আখাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আব্দুল আলিম ও সঙ্গীয় ফোর্স নিয়ে ইমন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হোটেলের দোতলার একটি কক্ষে পাঁচ তরুণ ও দুই তরুণীকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় পাওয়া যায়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও জনশৃঙ্খলার বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন আবাসিক হোটেল থেকে সাতজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য