প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন বাবর আজম

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ২০২৫ মৌসুমে তাকে দলে নিয়েছে সিডনি সিক্সার্স। দলটির সঙ্গে সরাসরি প্রি-সাইন চুক্তিতে যুক্ত হয়েছেন তিনি।
বিগ ব্যাশ লিগের নিয়ম অনুযায়ী, ড্রাফট শুরুর আগে প্রতিটি দল একজন করে আন্তর্জাতিক খেলোয়াড়কে প্রাক-চুক্তিতে নিতে পারে। সেই সুযোগ কাজে লাগিয়ে বাবরকে দলে টেনেছে সিডনি সিক্সার্স। ১৯ জুনের আন্তর্জাতিক ড্রাফট শুরুর আগেই এই চুক্তি চূড়ান্ত হয়।
বাবরের আগমনে দারুণ উচ্ছ্বসিত সিক্সার্স কর্তৃপক্ষ। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বাবর আজমের মতো অভিজ্ঞ ও বিশ্বমানের ব্যাটারকে দলে পেয়ে আমরা রোমাঞ্চিত। তার আগমনে দলের ব্যাটিং ইউনিট আরও শক্তিশালী হবে।
সিডনি সিক্সার্সের স্কোয়াডে বাবরের সঙ্গে থাকবেন স্টিভেন স্মিথ, শন অ্যাবটের মতো অভিজ্ঞ তারকারা।
চলতি সময়টা বাবরের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। পাকিস্তান জাতীয় টি-টোয়েন্টি দলে তিনি জায়গা হারিয়েছেন, ব্যাটেও নেই চেনা ধার। তবে বিগ ব্যাশে সুযোগ পাওয়ায় ফের আলোচনায় উঠে এসেছেন তিনি।
চুক্তির পর বাবর বলেন, বিগ ব্যাশ বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ। সিডনি সিক্সার্সের মতো সফল দলের অংশ হতে পেরে গর্বিত। ভালো পারফরম্যান্স করে দলের সাফল্যে অবদান রাখতে চাই।
অস্ট্রেলিয়ায় বাবরের এই প্রথম বিগ ব্যাশ যাত্রা ঘিরে পাকিস্তানি ভক্ত-সমর্থকদের মধ্যেও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এই মঞ্চে ভালো করেই হয়তো নতুন করে ফিরে আসবেন বাবর আজম।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য