ওয়ানডেতে বিশ্বরেকর্ড গড়ল নেদারল্যান্ডস

এবার আগ্রাসী ক্রিকেটের এই যুগে এখন ওয়ানডে ম্যাচে ৩৫০ কিংবা ৪০০ রানের স্কোর প্রায় নিয়মিত। তবে শুক্রবার (১৪ জুন) স্কটল্যান্ডের ডান্ডিতে সহযোগী দেশের মধ্যেই এক নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস ওয়ানডেতে সবচেয়ে বড় লক্ষ্য তাড়ার রেকর্ড গড়েছে তারা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড তোলে ৬ উইকেটে ৩৬৯ রান। স্কটিশ ওপেনার জর্জ মুনসি খেলেন ঝড়ো ১৯১ রানের ইনিংস সহযোগী দলের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাত্র ৯ রান দূরে থেকে ডাবল সেঞ্চুরি মিস করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাক্স ও’দাউদ দুর্দান্ত ১৫৮ রান করে দলকে জয়ের পথ দেখান। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। এছাড়া নিদামানুরু (৫১), নোয়াহ ক্রোয়েস (৫০) ও লেভিট (৪৪) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডাচরা ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। এটাই ওয়ানডেতে কোনো সহযোগী দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের, যারা ২০১১ বিশ্বকাপে ৩২৯ রান তাড়া করেছিল।
সব মিলিয়ে ওয়ানডেতে এটি তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০০৬ ও ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা ৪৩৫ ও ৩৭২ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।
নেদারল্যান্ডসের এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয় এটি তাদের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় সাফল্য, সহযোগী দেশগুলোর সামর্থ্য ও সম্ভাবনারও বড় প্রমাণ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য