ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু
ছবি: সংগৃহীত
ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরান। শুক্রবার (১৩ জুন) ইরান তাদের ভূখণ্ডের দিকে ১০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী আইডিএফ মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন,‘গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। আমাদের সমস্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’
এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে পারমাণবিক সক্ষমতা অর্জন ঠেকাতে ২০০ যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাসহ প্রায় ১০০ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।
বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব এ অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’। এই হামলায় দুই পরমাণু বিজ্ঞানী এবং তিনজন শীর্ষ কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে আল জাজিরা।
হামলার পরপরই তেল আবিবকে ‘কঠোর শাস্তির’ হুমকি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি একে ‘ভোরের অপরাধ’ বলে আখ্যা দিয়ে জানান, ইসরায়েল শুধু সামরিক নয়, আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু করেছে। তার ভাষায়, ‘ইসরায়েল এর জবাব পাবে এবং তা হবে অত্যন্ত কঠিন।’ এরপরই ইসরায়েলে হামলার তথ্য জানালো তেল আবিব।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য