প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

ড. ইউনূ‌সের যুক্তরাজ্য সফর নি‌য়ে হাইক‌মিশনা‌রের সন্তোষ প্রকাশ

১২ জুন ২০২৫, ১১:৪৬:৩১

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বর্তমা‌নে যুক্তরাজ্য সফ‌রে র‌য়ে‌ছেন। প্রধান উপ‌দেষ্টার যুক্তরাজ্য সফরে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ‌্যা‌ন্ডে‌লে এ সন্তোষ প্রকাশ ক‌রেন হাইক‌মিশনার।

সারাহ কুক ব‌লেন, চল‌তি সপ্তাহে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে। অধ্যাপক ইউনূসের কর্মসূচির পরিধি দুই দেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থনের ক্ষেত্রে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

ড. ইউনূস চারদিনের সফরে বর্তমা‌নে লন্ড‌নে অবস্থান কর‌ছেন। সফর শে‌ষে আগামী ১৪ জুন সকা‌লে ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে সরকারপ্রধা‌নের।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য