তারেক রহমান অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন: ডা. জাহিদ
ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গাজীপুরের মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
লন্ডন সফররত প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক প্রসঙ্গে এ জেড এম জাহিদ হোসেন বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, যে কালো মেঘ দেখা দিয়েছে- এ বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন ও পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে।
এ সময় জুলাই-আগস্ট আন্দোলনে শ্রীপুরের নিহত ও আহত ১২ পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দিয়ে তিনি বলেন, জুলাই-আগষ্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় আছে এবং থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের দল জনগণের দল। আমাদের কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি।
তিনি আরও বলেন, বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম।
এ সময় শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুল হাসান নয়ন, শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মাসুদ রানা, সদর বিএনপি নেতা তাহের মুসুল্লী, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা আবু জাফর সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রয়াত শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ও প্রয়াত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের পরিবারের সদস্যদের খোঁজ নেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। পরে উপজেলার ধামলই গ্রামে আওয়ামী লীগের আমলে কারাগারে নিহত বিএনপি নেতা হীরা খানের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন ও কবর জিয়ারত করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য