বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫, ০২:৩৪ অপরাহ্ণ

ছাত্রশিবির আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নেয়ামত: জাহিদুল ইসলাম

১২ জুন, ২০২৫ ৯:২৪:১৬
ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্রশিবির আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নেয়ামত। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এতদিন এই নেয়ামতকে সবার সামনে উপস্থাপন করতে দেওয়া হয়নি। কোথাও বসতে পর্যন্ত দেওয়া হয়নি। যখন পাঁচ-ছয়জন মিলে আলোচনায় বসতাম, তখন তা গোপন বৈঠক বা জঙ্গি বৈঠক বলে প্রচার করে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে ওসমানিয়া মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অতীতে ছাত্রশিবির নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ পথচলায় নানা অপপ্রচার ও প্রোপাগান্ডার শিকার হতে হয়েছে। কখনো জঙ্গি, কখনো রগ কাটা, আবার কখনো রাজাকার বলা হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সমাজে একজন ছাত্রশিবির কর্মীর দিকে নজর দেন, তার জীবনযাপন, চরিত্র ও নৈতিকতা পর্যবেক্ষণ করেন, তাহলে নতুন কিছু দেখতে পাবেন।

তিনি বলেন, বিগত সময়গুলোতে আমরা ঈদের মতো আনন্দঘন সময়গুলোও পরিবারের সঙ্গে উদযাপন করতে পারিনি। আত্মীয়-স্বজনের সঙ্গে মন খুলে দেখা-সাক্ষাৎ করা থেকে বঞ্চিত ছিলাম। ইসলামী আন্দোলনের কর্মী হওয়ায় একজন ভাই নিজের বাবার জানাজায়ও অংশ নিতে পারেনি। কারণ তখন দেশের ক্ষমতায় স্বৈরাচারী শক্তি অধিষ্ঠিত ছিল। তারা ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের মতো ভাইদের ওপর নির্মম জুলুম চালিয়েছে।

পটপরিবর্তনে নানা ত্যাগের কথা তুলে ধরে জাহিদুল ইসলাম বলেন, আজ এ অবস্থানে আসতে আমাদের অসংখ্য ভাই তাদের জীবন উৎসর্গ করেছেন। শুধুমাত্র ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ইসলামী ছাত্রশিবিরের ২৩৪ জন ভাই শহীদ হয়েছেন। বিভিন্ন সময়ে প্রায় এক হাজার ভাই গুমের শিকার হয়েছেন। কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, কারো অঙ্গহানি করা হয়েছে। আবার অনেকে কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি ছিলেন।

শিবির সভাপতি বলেন, সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো ইসলামী ছাত্রশিবিরের সাতজন ভাই এখনো নিখোঁজ। আজও আমরা জানি না তারা কোথায় আছেন, কেমন আছেন। ৫ আগস্টের পর আমরা প্রশাসনের কাছে বহুবার গিয়েছি, বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়েছি। কিন্তু আজও তাদের কোনো সন্ধান মেলেনি। সেই পরিবারগুলোর মুখোমুখি হওয়ার মতো ভাষা আমাদের নেই।

এর আগে সকালে সোনাগাজীতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ জাকির হোসেন শাকিবের কবর জিয়ারত করেন শিবিরের কেন্দ্রীয় এই নেতা।

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলালের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানসহ সংগঠনের কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad