১ মার্চ থেকে নতুন দামে সয়াবিন তেল
সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হচ্ছে মার্চের শুরু থেকেই। অর্থাৎ শুক্রবার (১ মার্চ) থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত এ তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আর লিটারে খোলা তেলের দর পড়বে ১৪৯ টাকা। এছাড়া বোতলজাত ৫ লিটার বিক্রি হবে ৮০০ টাকায়।
গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা হয়। সেখানে সয়াবিন তেলের দাম কমানো হয়। ওই দিনই জানা যায়, ১ মার্চ থেকে নতুন মূল্য কার্যকর হবে।
সেদিন বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সরকার ৫ টাকা ছাড় দিয়েছে। আসন্ন রমজান ঘিরে আপনারাও সমান ছাড় দেন। সেখানে উপস্থিত মিলমালিক ও তেল পরিশোধনকারীরা তাতে সম্মতি জানান। ফলে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারিত হয়।
এর আগে ২৯ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ৪ নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেগুলো হলো চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এরপর ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভা হয়। তারপর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দর কমানোর ঘোষণা দেয়। তবে পাম তেল বা অন্য পণ্যের দর কমানো হয়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য