বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবনকে ঘিরে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার দুই প্রাক্তন স্ত্রীর নানা কর্মকাণ্ড প্রতিনিয়তই সংবাদ শিরোনামে জায়গা করে থাকে।
ভালোবেসে ২০০৮ সালে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৮ সালে অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর গলায় মালা দেন তিনি। সেই সংসারও নাকি এখন অতীত নায়কের জীবনে।
দুই সংসারেই দুইজন পুত্র সন্তান রয়েছে শাকিবের। যে কারণে এখনও দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগটা বজায় রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক। অভিনয়ের বাইরের সময়টুকু পরিবার ও সন্তানদেরই দেওয়ার চেষ্টা করেন তিনি।
তবে শাকিবকে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে। মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত নানা রকমের ফেসবুক পোস্ট দেন তারা। যা নিয়ে ভক্তদের মাঝেও চলে বিস্তর আলোচনা।
এই যেমন সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসেঙ্গ বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।
শাকিব-অপুর সেই ভিডিও ভাইরাল হতেই বুবলী শাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে।
এরপরই অনেকে মনে করতে শুরু করেন, শাকিব-অপুর ভাইরাল ভিডিওর রেশ থেকেই হয়তো নায়কের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন বুবলী।
বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।
অপু বিশ্বাসের ভাষ্যটা এমন, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— যোগ করেন অভিনেত্রী।
এসময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’
বুবলীকে উদ্দেশ্য করে এই নায়িকা আরও বলেন, ‘সে বিভিন্ন মাধ্যমে বলছে, নোংরামো বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করা দরকার। অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে।‘
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য