যে কারণে ৯ কেজি ওজন বাড়ালেন ভাবনা
ছবি: সংগৃহীত
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দার প্রিয় মুখ। এবার তিনি ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন। এটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। বর্তমানে সিনেমাটির পোস্টপ্রোডাকশনের কাজ চলছে।
সিনেমাটির বিষয়ে আসিফ গণমাধ্যমকে জানান, শৈশব থেকেই তাঁর যাত্রার সঙ্গে পরিচয়। একসময় নিয়মিত গ্রামে যাত্রা দেখতেন তিনি। সেই থেকেই ঝলমলে আলো, যাত্রার আয়োজন, সংগীত, সাজসজ্জা গভীরভাবে তাঁর মধ্যে ছায়া ফেলে। সেই চিন্তা থেকেই যাত্রা নিয়ে গল্প বলার অপেক্ষায় ছিলেন। এ বছর সেই সুযোগ পান।
আসিফ আরও বলেন, ‘দীর্ঘদিন পর ২০১৮ সালে আবার যাত্রা দেখার সুযোগ হয়। পালাটি ছিল নবাব সিরাজউদ্দৌলা। শৈশবে, ৩৫ বছর আগে, এই যাত্রা আমি দেখেছিলাম। সেই দিনগুলোতে যেন আবার ফিরে গেলাম। সে এক অন্য রকম অনুভূতি। একসময় বুঝতে পারি, যাত্রার চিত্র বদলে গেছে। দর্শক আসলে যাত্রা দেখতে আসেনি। দর্শক এখন আর যাত্রা দেখতে আসে না। কোনো গল্পও তারা দেখতে চায় না। তারা চায় প্রাপ্তবয়স্কদের নাচ। তারা দেখতে এসেছে শহর থেকে আসা প্রিন্সেসের নাচ। সেদিন প্রথম আমি সেই নৃত্যশিল্পীকে মঞ্চে উঠতে দেখি। একসময় বাধ্য হয়ে উঠে আসি।’
পরিচালক বলেন,‘সেদিনই মনে হয়েছিল, সেই যাত্রাটা কীভাবে বিলীন হয়ে গেছে। কীভাবে টিকে থাকার লড়াই করছে। সেই অভিজ্ঞতা নিয়েই আমার সিনেমাটি বানিয়েছি।’
সিনেমটিতে প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করেছেন ভাবনা। এই চরিত্রটির অভিজ্ঞতা তিনি জানালেন, যাত্রার প্রিন্সেস হয়ে ওঠাটা চ্যালেঞ্জিং ছিল। কারণ, এটি এমন একটি চরিত্র, যেখানে অভিনয়ের পাশাপাশ নাচও জানতে হবে। দিনের পর দিন অনুশীলন করতে হয়েছে। যাত্রাশিল্পীদের মতো নাচ শিখতে হয়েছে।
অভিনয় করতে গিয়ে শুরুতেই বিপাকে পড়েন ভাবনা। চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাঁর মনে হয়, ওজন বাড়ানো দরকার।
এ প্রসঙ্গে ভাবনা বলেন,‘আমার কাছে মনে হচ্ছিল, তা না হলে চরিত্রটি ধরা সম্ভব নয়। যে কারণে পরিচালকের সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।’
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার শুটিং করেছেন ভাবনারা। ভাবনা ছাড়া সিনেমার বেশির ভাগ অভিনেতাই যাত্রাশিল্পী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য