ঈদুল আজহার তারিখ জানাল যেসব দেশ
ছবি: সংগৃহীত
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার জন্য বিশ্বের অনেক মুসলিম দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই চাঁদ দেখার ওপরই নির্ভর করছে কবে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই তাদের ঈদের তারিখ ঘোষণা করেছে। তবে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ইন্দোনেশিয়া সরকার জানিয়েছে, আগামীকাল বুধবার (২৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, দেশটিতে শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
অন্যদিকে, মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মালয়েশিয়ায় বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। আর ঈদ উদযাপিত হবে শনিবার (৭ জুন)।
একইভাবে আরেক মুসলিম দেশ ব্রুনাইও ঘোষণা করেছে যে, তাদের দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ব্রুনাইয়েও বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং ঈদ উদযাপিত হবে শনিবার (৭ জুন)।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য