ইউআইইউ ফার্মেসি বিভাগীয় প্রধানের ওডব্লিউএসডি ফেলোশিপ অর্জন

ছবি: সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ আন্তর্জাতিক গবেষণায় এক অনন্য সাফল্যের জন্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) ফেলোশিপ অর্জন করেছে।
উন্নয়নশীল দেশগুলোর উদীয়মান নারী গবেষকদের গবেষণাক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক নেটওয়ার্কে সংযুক্তি এবং বৈজ্ঞানিক নেতৃত্ব বিকাশে সহায়তা করার লক্ষ্যে অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড প্রতি বছর প্রদান করে আর্লি ক্যারিয়ার ফেলোশিপ। ঙডঝউ ফেলোশিপ কর্মসূচিটি গেবাল সাউথ অঞ্চলে গবেষণার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হয়, যার পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার।
২০২৪ সালের আর্লি ক্যারিয়ার ফেলোশিপের জন্য বিশ্বব্যাপী নির্বাচিত ১৫ জন বিজ্ঞানীর মধ্যে তিনি বাংলাদেশ থেকে একজন নির্বাচিত হয়েছেন। তিনি জাপানের সুপরিচিত নাগোয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্ষত নিরাময়ে উদ্ভাবনী হাইড্রোজেল প্রযুক্তি নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন।
ড. তাহমিনা ফয়েজ ইতালির ট্রিয়েস্ট শহরে সম্প্রতি অনুষ্ঠিত চার দিনব্যাপী “ঙডঝউ আর্লি ক্যারিয়ার ফেলোশিপ” ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন। এই কর্মশালায় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত নারী বিজ্ঞানীরা একত্রিত হয়ে গবেষণার পরিকল্পনা, নেতৃত্বগুণ, আন্তর্জাতিক সহযোগিতা ও বিজ্ঞানযোগে সামাজিক পরিবর্তন আনার কৌশল বিষয়ে মতবিনিময় করেন।ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা গবেষণা ব্যবস্থাপনা, ফান্ডিং সংগ্রহের কৌশল, বিজ্ঞানী হিসেবে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে বৈজ্ঞানিক অবদান বিষয়ক বিভিন্ন কার্যকর সেশন ও নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে, সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ড. তাহমিনা ফয়েজ-কে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ২০২৪ সালের টঘঊঝঈঙ-ঙডঝউ আর্লি ক্যারিয়ার ফেলোশিপ অ্যাওয়ার্ড সার্টিফিকেট। এই মুহূর্তটি ছিল তার পেশাগত জীবনের এক গর্বিত ও স্মরণীয় অধ্যায়, যা ভবিষ্যৎ গবেষণাকাজে তাকে আরও অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নারীদের প্রতিনিধিত্বকে শক্তিশালী করবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য