ফুড ডেলিভারি বয়কে প্রায় মেরেই ফেলেছিলাম : রণিত রায়

সংগ্রহীত ছবি
নব্বই দশক থেকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন রণিত রায়। বাংলা, হিন্দি, তামিল, তেলেগুসহ বিভিন্ন সিনেমার পাশাপাশি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তবে অনেক কাজ করলেও টেলিভিশন ধারাবাহিক ‘আদালত’-এ প্রধান চরিত্র অ্যাডভোকেট কেডি পাঠকের ভূমিকায় অভিনয় করে খ্যাতি লাভ করেন রণিত রায়।
পর্দার অ্যাডভোকেট যেমন সচেতন, ঠিক একইভাবে বাস্তবেও সচেতন তিনি। তারই প্রমাণ মিলল। এবার ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলায় অভিযোগ তুলেছেন। একই সঙ্গে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেতা রণিত রায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহককে খাবার পৌঁছে দেয়ার চেষ্টা করে। এ জন্য রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে সঠিক সময়ে খাবার পৌঁছে দিতে যান দায়িত্বরত কর্মচারীরা। নিয়ম অমান্য করে উল্টা রাস্তা দিয়ে যাওয়ার সময় জীবনের ঝুঁকি থাকে। কিন্তু এটা কী স্বাভাবিক? এ নিয়েই এক ফুড ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ রণিত রায়ের।
এ অভিনেতা সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ফুড ডেলিভারি প্রতিষ্ঠানকে মেনশন করে লিখেছেন, আমি তো আপনাদের ডেলিভারি বয়কে প্রায় মেরেই ফেলেছিলাম। গাড়ি চালানোর সময় তাদের নিয়ম মেনে চালানো উচিত। ট্রাফিক আইন অমান্য করে রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানো কোনোভাবেই কাম্য নয়। আপনাদের উচিত তাদের জীবনের দিকে খেয়াল রাখা। শুধু ব্যবসায়ীক স্বার্থ দেখলেই তো হবে না।
এদিকে রণিত রায়ের এ অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব দিয়েছে ডেলিভারি সংস্থা। তারা লিখেছে, আমরাও চাই ফুড ডেলিভারি বয়রা রাস্তায় সব ধরনের ট্রাফিক আইন মেনে চলুক। বিষয়টি মাথায় রাখব। সঠিক পদক্ষেপ গ্রহণের জন্য যদি কোনো কিছু বিস্তারিত জানাতে চান, তাহলে অবশ্যই জানাবেন।
প্রসঙ্গত, নব্বই দশকে অভিনয়ে অভিষেক হলেও ২০০২ সাল থেকে ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকে অভিনয় করে সাফল্যে পৌঁছাতে থাকেন রণিত রায়। পাশাপাশি হিন্দি সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন এ অভিনেতা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য